চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত : সড়ক অবরোধ


প্রকাশিত: ০৫:৩১ এএম, ১২ মে ২০১৫

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষনার্থী শিক্ষিকা সালমা আক্তার (৪০) ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আলীগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষনার্থীরা চাঁদপুর-­কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে।  

নিহত শিক্ষিকা সালমা আক্তারের সহকর্মীরা জাগো নিউজকে জানান, চাঁদপুর শহরের ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা আক্তার ১২ দিনের আইসিপি প্রশিক্ষণের জন্য ১০ মে আলীগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে আসে।

প্রশিক্ষণের ২য় দিনে সকাল ১০টায় ইনস্টিটিউটে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি ট্রলি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার একটি মেয়ে রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছে।

ইকরাম চৌধুরী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।