পাওনাদারের লাঠির আঘাতে যুবকের মৃত্যু, ঘাতক গ্রেফতার


প্রকাশিত: ০১:৩১ পিএম, ১১ মে ২০১৫

কক্সবাজারের খরুলিয়ায় পাওনাদারের লাঠির আঘাতে আবদুল করিম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জনতার সহায়তায় ঘাতককে আটক করেছে পুলিশ। নিহত করিম খরুলিয়া চেয়ারম্যানপাড়ার বশির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খরুলিয়া মুকুল সওদাগরপাড়ায় ব্যবসা করেন স্থানীয় জসিম উদ্দিনের ছেলে মুহাম্মদ খোকন। আর তার দোকান থেকে কয়েকদিন আগে কিছু মালামাল ক্রয় করেন আবদুল করিম। এ সময় ৫০ টাকা বাকি পড়ে করিমের। পরে পরিশোধ করার কথা থাকলেও সঠিক সময়ে টাকা দিতে পারেনি করিম। আর এ নিয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে খোকন ও করিমের মাঝে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে লাঠি দিয়ে করিমকে আঘাত করে খোকন। এতে করিম গুরুতর আহত হয়। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে আজ ভোররাতে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অপারেশন অফিসার কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় আজ দুপুরে খরুলিয়া থেকে খোকনকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সাইদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।