শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অপসারণের দাবিতে শিক্ষক সমাবেশ


প্রকাশিত: ০৯:৩১ এএম, ১১ মে ২০১৫

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে প্রত্যাহার, অতীতের ন্যায় প্রথম থেকেই নতুন পে-স্কেলে অর্ন্তভুক্ত এবং নন এমপিও শিক্ষক-কর্মচারিদের এমপিও প্রদানের দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্ট রাজশাহী জেলা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরীর লক্ষীপুর মোড় এলাকায় এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ বাবু রাজ কুমার সরকার, শিক্ষক নেতা মারুফ হোসেন, সাহাবুদ্দিন, আশরাফুল হোসেন মূলতান প্রমুখ।

সমাবেশে বক্তারা, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হায়াতকে দুর্নীতিবাজ উল্লেখ করে অতি দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

এর আগে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট শিক্ষাবোর্ড চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে ১৫ দিনের আল্টিমেটাম দেয়। এরই প্রেক্ষিতে আবারো তারা এই সমাবেশের ডাক দেয়।

শাহরিয়ার অনতু/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।