বরিশালে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ভবন মালিকের মৃত্যু
বরিশাল নগরীর মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন সরদার ভিলা নামে একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ভবন মালিক কালু সরদারের (৭০) মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে জসিম (২৮) নামে এক স্যানিটারি মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে তিন তলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
আহত জসিমকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিব আকন্দ দিপু জানান, তিন তলা ভবনের ছাদে পানির লাইনের কাজ চলছিলো। ভবন মালিক কালু সরদার একটি জিআই পাইপ নাড়াচাড়ার সময় পার্শবর্তী ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনে গিয়ে লাগে। এ সময় কালু সরদারের গায়ে আগুন ধরে যায়। শরীরের অধিকাংশ অংশ পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তাকে বাঁচাতে গিয়ে স্যানিটারি মিস্ত্রি জসিম গুরুতর আহত হন।
শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান , গুরুতর আহত অবস্থায় জমিসকে শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।
সাইফ আমীন/এমএএস/আরআইপি