গলদা চিংড়ির নার্সারি ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা
গোপালগঞ্জে গলদা চিংড়ির নার্সারি ব্যবস্থাপনা শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার সকালে গোপালগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মো. বেলাল হোসেন পাটোয়ারী, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম হায়দার, মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মো. লতিফুর রহমান, সহকারী হ্যাচারি অফিসার সুদীপ্তা বিশ্বাস প্রমুখ। কর্মশালায় সদর উপজেলার ৫০ জন চিংড়ি চাষি অংশ নেন।
এস,এম, হুমায়ূন কবীর/এমজেড/এমএস