চুয়াডাঙ্গায় পত্রিকা অফিসে দুর্বৃত্তদের হামলা


প্রকাশিত: ০৪:২০ এএম, ১১ মে ২০১৫

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সর্বাধিক প্রচারিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ছাপাখানা সচিমা প্রিন্টার্সে হামলা চালিয়েছেন দুর্বৃত্তরা। এসময় তারা ভাঙচুর করেন ও আগুন ধরিয়ে দেন ছাপাখানায়। রোববার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে ১০/১২ জন যুবক ঢুকে প্রেসে তাণ্ডব চালান। ওই সময় ছাপাখানার কর্মচারি কালু পালিয়ে আত্মরক্ষা করেন। প্রায় ১০ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নির্বিঘ্নে চলে যান তারা।

চুয়াডাঙ্গা জেলা শহরে ১৯৯১ সাল থেকে দৈনিক মাথাভাঙ্গা প্রকাশিত হয়ে আসছে। জেলাসহ আশপাশের কয়েকটি জেলায় পত্রিকাটি সমান পাঠকপ্রিয়। পত্রিকাটির ছাপাখানা সচিমা প্রিন্টার্স চুয়াডাঙ্গা স্টেশন রোডের চালের আড়তপট্টি এলাকায়। রোববার রাত ১০টার দিকে কর্মচারি কালু একাই সেখানে অবস্থান করছিলেন। এসময় ৫-৬টি মোটর সাইকেলযোগে অজ্ঞাতনামা ১০/১২ জন যুবক এসে তাণ্ডব চালান। তারা দুটি ছাপ মেশিন ভাঙচুর করেন এবং কাগজের গাদায় আগুন লাগিয়ে দেন। এসময় সেখানে থাকা একটি মাইক্রোবাস ও আসবাবপত্র ভাঙচুর করেন।

মাথাভাঙ্গার ম্যানেজার জামান সিদ্দিক পিন্টু জাগো নিউজকে জানান, এতে প্রায় ৫-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পাদক সরদার আল আমিনসহ কর্মচারি ও সাংবাদিকরা নিরাপত্তার অভাবে গত রাত ১১টা পর্যন্ত অফিসে ঢুকতে পারেননি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জাগো নিউজকে বলেন, ছাপাখানায় হামলার ঘটনাটি শুনেছি।  

সালাউদ্দীন কাজল/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।