ডাকাতের আস্তানার সন্ধান, পুলিশের পোশাক উদ্ধার


প্রকাশিত: ০২:২২ পিএম, ১০ মে ২০১৫

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংক কাঠগড়া শাখার ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদের আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দক্ষিণে আড়াগাঁও গ্রামের একটি টিনসেড বাড়িতে ছিল তারা। ওই বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে গোয়েন্দা পুলিশ ডিবির পোশাকসহ কয়েক হাজার বোতল ভেজাল তেল ও ওষুধ জব্দ করেছে।

রোববার সকালে আটক ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি তল্লাশি চালায় আশুলিয়া ও ধামরাই থানা পুলিশের এএসপি নাজমুল হাসান। এসময় সেখান থেকে ডিবি পুলিশের চারটি পোশাক, বেশ কিছু ভেজাল সয়াবিন তৈল, ও ওষুধ জব্দ করা হয়েছে।

এএসপি নাজমুল হাসান জানান, আটক ডাকাতদের তথ্যের ভিতিত্বে সকালে আড়াগাঁও এলাকার স্থানীয় শাজাহান মিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। ব্যাংক ডাকাতি হওয়ার পর থেকে ওই বাড়ির মালিক শাজাহান পলাতক রয়েছে। তিন স্ত্রী হাসিনা ও তিন ছেলেকে নিয়ে আড়াগাঁও এলাকার ওই বাড়িতে বসবাস করতেন। তার তিন ছেলে আড়াগাঁও এলাকার নাভানা মাদ্রাসার শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের বোমা ও গুলিতে ব্যাংক ম্যানেজার, নিরাপত্তাকর্মী ও গ্রাহকসহ ৯জন নিহত হয়। এ ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাতও নিহত হয়। ডাকাতের হামলায় আহত হয় আরও ১৮ জন। তাদের স্থানীয় এনাম মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।