বান্দরবানে ইউপিডিএফ নেতাসহ গুলিবিদ্ধ ২


প্রকাশিত: ০৩:০৪ এএম, ১০ মে ২০১৫

বান্দরবানের বালাঘাটা এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর (ইউপিডিএফ) এক নেতাসহ অপর এক বাঙালিকে গুলি করেছেন সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় জেলা শহরের বালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলা শহরের বালাঘাটা এলাকায় হিন্দু মন্দিরের পেছনে কয়েকজন সঙ্গীকে নিয়ে আড্ডা দেন জেলা ইউপিডিএফ নেতা বিক্রম তংচঙ্গ্যা। এসময় দুই স্বশস্ত্র সন্ত্রাসী তাদের গুলি করে পালিয়ে যান। ঘটনায় বিক্রম তংচঙ্গ্যা ও নাসির উদ্দিন পায়ে গুলিবিদ্ধ হন।

বিক্রম তংচঙ্গ্যা জেলা ইউপিডিএফ-এর সদস্য সচিব এবং নাসির একজন শ্রমিক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন। এদিকে বিক্রমকে মূমুর্ষূ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

এই ব্যাপারে হাসপাতালে চিকিৎসারত বিক্রম তংচঙ্গ্যা বলেন, আমরা আড্ডা দেয়ার সময় দুইজন লোক এসে আমাদের গুলি করেন।

২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি শহরের বালাঘাটা বাজারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর বান্দরবান জেলার আহ্বায়ক ছোটন তংচঙ্গ্যাকে গুলি করলে তিনি প্রাণে বেঁচে যান।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর বান্দরবান জেলার আহ্বায়ক ছোটন তংচঙ্গ্যা বলেন, জেএসএস কর্মীরা আমাদের নেতাদের হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমির হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনা তদন্ত করার আগে বলতে পারবো না এই ঘটনা কারা ঘটিয়েছে।

সৈকত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।