রাজশাহীতে বাস ধর্মঘট প্রত্যাহার


প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৯ মে ২০১৫

রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাঘা রুটে বিআরটিসি দোতালা বাস বন্ধের প্রতিশ্রুতি দেন। সেইসঙ্গে দোতালা বাসটিকে রাজশাহী কুমারপাড়াস্থ ডিপোতে ফিরিয়ে আনা হয়। যেহেতু তাদের প্রধান দাবি মেনে নেওয়া হয়েছে তাই বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাতেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে বাস ছেড়ে যায়।

এর আগে বাঘায় বিআরটিসি’র দোতলা বাস চলাচল ও নওগাঁ রুটে সিএনজিচালিত যানবাহন চলাচল বন্ধের দাবিতে বেলা পৌনে ১২টার দিকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে ঐক্য পরিষদ।

রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শনিবার সকালে বাঘা-রাজশাহী রুটে বিআরটিসি দোতলা বাস চলাচল উদ্বোধন করেন। বিষয়টি জানতে পেরে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। এ সিদ্ধান্ত পরিবর্তন না করা হলে আগামীতে উত্তরাঞ্চল জুড়ে পরিবহন ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দেন মাহাতাব হোসেন চৌধুরী।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।