বিরামপুরে গুলি, ম্যাগজিন ও পিস্তল উদ্ধার


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৯ মে ২০১৫

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার দুপুর সাড়ে ১২টায় বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া বিওপির পূর্ব পাশ থেকে গুলি, ম্যাগজিন ও বিদেশি পিস্তল উদ্ধার করে তারা।

ঘাসুরিয়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল আলিম জানান, শনিবার দুপুর ১২টায় সীমান্তের ঘাসুরিয়া বিওপির পূর্ব পাশে একদল লোক দেখে সন্দেহ হলে আমরা তাদের আটকের চেষ্টা করি। এসময় তারা ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও আমেরিকার তৈরি একটি পিস্তল ফেলে দিয়ে পালিয়ে যান।

২৯ বিজিবি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ধারণা করা হচ্ছে পলাতক ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী।

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।