প্রধানমন্ত্রীকে জমি দিয়ে স্বেচ্ছায় নিঃস্ব হলেন কৃষক!


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৯ মে ২০১৫

পৈতৃক সূত্রে পাওয়া ৩ শতক জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখে দিয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার রফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষক। মঙ্গলবার দুপুরে দানপত্র দলিল দাখিলের প্রেক্ষিতে দলিলের অনুমোদন দেন সাঘাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার।

জনপ্রতিনিধিরা জানান, প্রিয় ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যাকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাটি ও মানুষকে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপনের জন্য দরিদ্র কৃষক রফিকুল ইসলাম নিজের ইচ্ছায় তিন শতাংশ জমি দলিল করে দেন।

সাঘাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর নামে কৃষক রফিকুল ইসলামের জমি দানের সত্যতা স্বীকার করে জানান, দলিল (যার নম্বর ২০৬৭) দাখিলের দিনেই তা অনুমোদন দেওয়া হয়েছে।

কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বকুল জানান, তার ইউনিয়নের সতীতলা গ্রামের আবুল হোসেন প্রধানের ছেলে রফিকুল ইসলাম একজন দরিদ্র কৃষক। পৈতৃক সূত্রে সতীতলা মৌজায় তিনি ৩ শতাংশ জমি পান। পরে সেই জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দান করেন তিনি। ওই এলাকায় ৩ শতাংশ জমির বর্তমান বাজার মূল্য ৫০ হাজার টাকা হবে বলেও জানান তিনি।

কৃষক রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যার ত্যাগ তুলনাহীন। এ জন্য প্রতিদানস্বরূপ আমার পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিটুকুই তাকে দিলাম। এখানে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এখন থেকে সাঘাটার মাটির সঙ্গে জননেত্রী শেখ হাসিনার নতুন সম্পর্ক সৃষ্টি হল।

অমিত দাশ/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।