বিদেশে চাকরি দেয়ার নামে দুই নারী পাচার


প্রকাশিত: ১০:০৯ এএম, ০৯ মে ২০১৫

ওমানে চাকরি দেয়ার নামে পাচারের ঘটনায় যশোরে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন জনতা। শুক্রবার রাতে সদর উপজেলার নূরপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। তাদের নামে থানায় মামলা হয়েছে। আটকরা হলেন, একই এলাকার তরিকুল ইসলাম মণ্ডল ও তার স্ত্রী শিল্পী বেগম।

যশোরে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ মোসাদ্দেক জাগো নিউজকে জানান, গত মার্চ মাসের শেষের দিকে নূরপুর এলাকার দুই নারীকে চাকরি দেয়ার নামে ওমান পাঠানোর কথা বলে দু`জনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেন তরিকুল ইসলাম ও তার স্ত্রী শিল্পী বেগম। কিন্তু ওই দুই নারীকে তরিকুল ওমানে চাকরি না দিয়ে ভারতে পাচার করে দেন। পরে ওই দুই নারীর পরিবারের লোকজন তাদের ফেরত এনে দিতে বললে আরো ৮০ হাজার টাকা দাবি করেন ওই দম্পতি। এক পর্যায়ে পাচার হওয়া দুই নারী কৌশলে বাংলাদেশি লোকের মাধ্যমে দেশে ফিরে আসেন। এরমধ্যে এক ভুক্তভোগী নারী শুক্রবার পাচারের অভিযোগে তরিকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এদিন রাতে তরিকুলদের স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

মিলন রহমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।