ধর্ষণ এখন জাতীয় ক্রীড়া : এরশাদ


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২২ মে ২০১৭

ধর্ষণকে দেশের জাতীয় ক্রীড়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার বিকেলে রাজশাহীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম এলাকায় নগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এরশাদ।

এরশাদ বলেন, দেশে বিরাজ করছে বিচারহীনতার সংস্কৃতি। সুশাসন নেই বললেই চলে। তাই নারীদেরও সম্মান নেই। এতে বেড়েই চলেছে ধর্ষণের মতো ঘটনা।

দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ উল্লেখ করে এরশাদ বলেন, নির্বাচন কমিশনের ভূমিকার কারণেই পূর্বের নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে। জাতীয় পার্টি নির্বাচন ব্যবস্থার সংস্কার চায়।

নগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহবুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ প্রমুখ।

সম্মেলনে শাহাবুদ্দিন বাচ্চুকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান ডালিমকে সাধারণ সম্পাদক করে নগরের আংশিক কমিটি ঘোষণা করেন চেয়ারম্যান।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসি জোহা, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সালাউদ্দিন মিন্টু, শামীম সরকার, শাহিনুল ইসলাম শাহিন প্রমুখ।

এর আগে শাহাবুদ্দিন বাচ্চু জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ৭ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র তাকে বহিষ্কার করে। নিষ্ক্রিয়তার অভিযোগে একই সঙ্গে বহিষ্কার করা হয় জেলার সভাপতি হাফিজুর রহমানকে। 

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।