ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৭


প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৯ মে ২০১৫

ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উদয়পুর গ্রামের জবেদ আলী বিশ্বাসের ছেলে জামাল উদ্দিন (৫৫), কামাল উদ্দিন (৪০), আকিমুল বিশ্বাস (৩৮), লতা শাহ’র ছেলে আনোয়ার শাহ্ (৪২), লতিফ বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৭০) সহ ৭ জন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বুধবার উদয়পুর গ্রামের আজিজুল হক ও গোলাম রসুলের মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা হয়। এরই সূত্র ধরে শনিবার সকালে ওই গ্রামে নজরুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আনারুলের লোকজনের উপর হামলা চালায়। এতে ৭ জন আহত হয়।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।