ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৮ মে ২০১৫

প্রায় সাড়ে ২২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দি মার্কেন্টাইল ব্যাংক যশোর শাখার সাবেক ৮ কর্মকর্তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ব্যাংকের যশোর শাখার অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আরাফাত মোস্তফা মামলাটি করেছেন।

আসামিরা হলেন, ব্যাংকের সাবেক জুনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক বরিশালের গৌরনদী শাখার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া গ্রামের আকবর আলীর ছেলে শামসুর রহমান, ঢাকা প্রধান কার্যালয়ের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা বিএম সাইফুজ্জামান, ঝালকাঠি শাখার সিনিয়র এক্সিকিউটিভ শিমুল কুমার মণ্ডল, চুয়াডাঙ্গা শাখার সিনিয়র এক্সিকিউটিভ রুহিদাশ পাল, কুষ্টিয়া শাখার সুমন্ত কুমার দাস, খুলনা শাখার এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ কুমার মিত্র, কুষ্টিয়া শাখার এক্সিকিউটিভ অফিসার নজরুল ইসলাম এবং একই সাখার প্রিন্সিপ্যাল অফিসার আজিজুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক কর্মকর্তা শামসুর রহমান ২০১০ সালের ১৬ আগস্ট মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন। ওই দিনের পর ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের জুনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে চাকরি করেন। এরপর তিনি চাকরি থেকে অব্যহতি নেন।

পরবর্তীতে ব্যাংকের অভ্যন্তরীণ অডিট শুরু হয়। এবং অডিটে দেখা যায় যশোরে চাকরিকালীন সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট, জিএল অ্যাকাউন্ট, ৬টি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট এবং অন লাইনের মাধ্যমে ৯৪টি অবৈধ এন্ট্রি প্রয়োগ করেন। এই রকম প্রতারণার মাধ্যমে তিনি ব্যাংকের বিভিন্ন গ্রাহকের ২২ লাখ ৪০৩ টাকা ৪৪ পয়সা আত্মসাৎ করেন। আর তাকে এই কাজে অন্যান্য আসামিরা সহযোগিতা করেন।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, শামসুরর রহমানের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ ওঠায় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি চলতি বছরের ৩০ মার্চ একটি রিপোর্ট ব্যাংকের প্রধান কার্যালয় এবং যশোর শাখায় জমা দেন। এই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মূল আসামি শামসুর রহমান মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বরিশালের গৌরনদী শাখায় জুনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত আছেন।

মিলন রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।