কক্সবাজার বিমানবন্দরে মাটির ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার


প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৮ মে ২০১৭

কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন কাজে মাটি খনন করতে গিয়ে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপিত অবিস্ফোরিত বোমা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় কক্সবাজার বিমানবন্দরে সম্প্রসারণ কাজে মাটি খননের সময় শ্রমিকরা বোমাসদৃশ এ বস্তুটি পান। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানান, বিমানবন্দরের দক্ষিণ পাশে রাতে মাটি খোড়াখুড়ির কাজ করছিল শ্রমিকরা। এ সময় মাটির ভেতর বোমাসাদৃশ একটি বস্তু পাওয়া যায়। এটির দৈর্ঘ‌্য প্রায় এক ফুটের মতো আর ব‌্যাস ১৬ ইঞ্চি। বস্তুটি পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় গোয়েন্দা বিভাগ এবং সেনাবাহিনীকে খবর দেয়া হয়। তারা বর্তমানে এটির পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।

কক্সবাজার জেলার পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন তথ্যের সত্যতা জানিয়ে বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপিত বোমা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সেনাবাহিনীর বোমাবিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।