গণপিটুনিতে অপহরণকারী চক্রের সদস্য নিহত


প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৮ মে ২০১৭

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে জনতার গণপিটুনিতে অপহরণকারী চক্রের এক সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কালিরছড়ার পূর্বদিকের পাহাড়ে এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা নিহতের দুই পা কেটে নিয়েছে। এ সময় অপর এক সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

নিহতের নাম জয়নাল আবেদীন (৩২)। তার বাড়ি ঈদগাঁওর ভোমরিয়াঘোনা এলাকায় বলে জানা গেলেও বাবার নাম তাৎক্ষণিক জানাতে পারেননি কেউ। অপরদিকে আটক যুবক নুরুন্নবী (৩০) চট্টগ্রামের লোহাগড়ার চুনতি এলাকার বাসিন্দা। রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযানস্থলে থাকায় এর বেশি কিছু জানাতে পারেনি পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, পাহাড়ে অপহরণকারী চক্রের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালিরছড়ার পূর্বপাশের পাহাড়ে অবস্থান নেয়। খবর পেয়ে স্থানীয় জনতা পুলিশে খবর দিয়ে নিজেরাও জড়ো হয়।

পুলিশ পৌঁছানোর আগে অর্ধশতাধিক জনতা রাত সাড়ে ৮টার দিকে অপরাধীদের ধাওয়া করে গণধোলাই দেয়। এতে দুজনই অজ্ঞান হয়ে যায়। অপহরণে দুর্ভোগের শিকার হওয়া স্বজনরা এদের মাঝে ধৃত জয়নালের দুই পাই কেটে নেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নালের মরদেহ ও নুরুন্নবীকে আহতাবস্থায় পায়। এছাড়া দুইটি এলজি এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

মো. খায়রুজ্জামান আরও জানান, বাকিদের ধরতে তদন্ত কেন্দ্রের দুই এসআই ও চার এএসআইসহ পুরো ফোর্স নিয়ে পুলিশ-জনতা রাত ১১টা পর্যন্ত আশেপাশের পাহাড়ে অভিযান অব্যাহত রাখে।

শুক্রবার সকালে নিহত ও আহতের বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।