খালিয়াজুড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৪:২২ এএম, ১৮ মে ২০১৭
ফাইল ছবি

নেত্রকোনার বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে খালিয়াজুড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি খালিয়াজুড়ি ডিগ্রী কলেজ মাঠে জনসভায় পৌঁছান।

সেখানে শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য দুঃস্থ জনগণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন ও খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। পরে তিনি আকস্মিক বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন।

উপজেলার নগর ইউনিয়নের বল্লভপুর  গ্রাম পরিদর্শনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নেত্রকোনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।

নেত্রকোনার খালিয়াজুরীতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার সর্বত্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।