ঠাকুরগাঁয়ে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট


প্রকাশিত: ০৮:০৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৪

থ্রি-হুইলার, নছিমনসহ অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে ঠাকুরগাঁয়ে লাগাতার পরিবহন ধর্মঘট চলছে। গত সাতদিনে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে।

গত মঙ্গলবার থেকে জেলার সব রুটে ও দূরপাল্লার বাস-ট্রাক-লরি চলাচল বন্ধ রয়েছে। থ্রি-হুইলার, নছিমনসহ অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

জেলা মোটর পরিবহন মালিক সমিতির সভাপতি রাম বাবু বলেন, ‘বিষয়টি নিরসনের জন্য একাধিকবার সভা করেও সমাধান হচ্ছে না। ফলে এই কর্মসূচি অব্যাহত থাকবে।’ এ বিষয়ে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘সৃষ্ট সমস্য সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।