কুড়িগ্রামে ইনোভেশন ফর স্মার্ট গ্রিন বিল্ডিং বিষয়ক সেমিনার


প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৭ মে ২০১৫

মানুষের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এবং দেশের সীমিত সম্পদ (বিদ্যুৎ, গ্যাস, পানি) সাশ্রয় করার জন্য গ্রিন বিল্ডিং টেকনোলজি সকলের মাঝে সচেতনতা তৈরির জন্য এক সেমিনারের আয়োজন করেছে।  বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম আজাদ। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আকতার হোসেন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম আবু হোরায়রা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান ট্রেইনার জেনিথ লিংকন মজুমদার, সহকারী ট্রেইনার মাহামুদুল ইসলাম লিমু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু প্রমুখ।  

এসময় অতিথিরা বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। মানুষের দৈনন্দিন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সরকারের ভিশন ২০২১ হবে তথ্যপ্রযুক্তিভিত্তিক যা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। ইনোভেশন ফর স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজিতে সেলফোন ব্যবহারের মাধ্যমে বাসাবাড়ির বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির ৩০% অপচয় রোধ করা সম্ভব।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।