ঝিনাইদহে আরও দুটি বাড়িতে অভিযানের প্রস্তুতি র‌্যাবের


প্রকাশিত: ০৭:৪২ এএম, ১৬ মে ২০১৭

সদর উপজেলার চুয়াডাঙ্গা নামক গ্রামেই আরও দুটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযানের প্রস্তুতি নিচ্ছে র‌্যাব। একইসঙ্গে আগের ঘিরে রাখা বাড়ি দুটিতে অভিযান সমাপ্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে র‌্যাব-৬ এর অধিনায়ক রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।

তিনি বলেন, ওই দুটি বাড়ির মালিক সেলিম ও প্রান্তকে গতকাল সোমবার রাতেই ঝিনাইদহের চুয়াডাঙ্গা নামক গ্রাম থেকে আটক করা হয়। তারা দুজনেই নব্য জেএমবির সদস্য। সেলিম ওই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে এবং প্রান্ত একই গ্রামের মতিউর রহমানের ছেলে।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে সন্দেহভাজন ওই দুই ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু করে খুলনা থেকে আসা র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এসময় একটি ‘আস্তানার’ পাশের বাঁশবাগান থেকে সক্রিয় দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৭টা থেকে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা নামক গ্রামে সেলিম ও প্রান্ত নামে দুই ব্যক্তির বাড়ি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে র‌্যাব-৬।

ওই দুই বাড়িতে জঙ্গি ও বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক থাকতে পারে বলে র‌্যাবের ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান।

গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নিহত জঙ্গি তুহীনের ভাই সেলিম ও প্রান্ত তার চাচাতো ভাই।

নাসিম আনসারি/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।