ঝিনাইদহে দুটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১৬ মে ২০১৭

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা নামক গ্রামে সেলিম ও প্রান্ত নামে দুই ব্যক্তির বাড়ি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব-৬। মঙ্গলবার সকাল ৭টা থেকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়।

ওই দুই বাড়িতে জঙ্গি ও বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক থাকতে পারে বলে র‌্যাবের ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানিয়েছেন।

র‌্যাবের এ অধিনায়ক আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ সকাল ৭টা থেকে চুয়াডাঙ্গা গ্রামের সেলিম ও প্রান্ত নামে দুই ব্যক্তির বাড়ি র‌্যাব ঘিরে রাখে। র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট রওনা দিয়েছেন। তারা পৌঁছানোর পর অভিযান শুরু করা হবে।

গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নিহত জঙ্গি তুহীনের ভাই সেলিম ও প্রান্ত তার চাচাতো ভাই।

নাসিম আনসারি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।