সুন্দরবনে ৯ জেলে অপহরণ


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৬ মে ২০১৫
ফাইল ছবি

পূর্ব সুন্দরবনের বেড়িরখাল এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৯ জেলেকে অপহরণ করেছে বনদস্যু মেজো-মাইজ্যা ওরফে শিপন বাহিনী।

নৌকা প্রতি ১৫ হাজার টাকা চাঁদার দাবিতে এ সকল জেলেদের অপহরণ করে নিয়ে যায় দস্যুরা বলে জানায় জেলে মালিকেরা।

জেলে-মহাজন সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ’র (মংলা) হাড়বাড়িয়া ক্যাম্প সংলগ্ন বেড়ির খালে জেলেরা মাছ আহরণ করছিল। এসময় বনদস্যু মেজো ওরফে শিপন বাহিনী জেলেদের উপর হামলা চালিয়ে মাছ, জালসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এছাড়া নৌকা প্রতি ১৫ হাজার টাকা চাঁদার দাবিতে ৯টি নৌকা থেকে ৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের কচুয়া ও রামপাল এলাকায় বলে জানা গেছে।

এছাড়া মঙ্গলবার ভোর রাতে চাঁদপাই রেঞ্জে মরাপশুর সংলগ্ন বাইনতলা খালে মাছ ধরারত একটি জেলে ট্রলারে হামলা চালিয়ে জাল, মাছ, সোলার, ব্যাটারি, নগদ ৬ হাজার টাকাসহ আসবাব লুটে নেয় বনদস্যু শিপন বাহিনীর সদস্যরা।

এদিকে এর আগে গত বৃহস্পতিবার জনপ্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে ৭ জেলেকে অপহরণ করে বনদস্যু মেজো/মাইজ্যা ওরফে শিপন বাহিনী।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।