চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে নির্যাতন


প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৪ মে ২০১৭

লালমনিরহাটের আদিতমারীতে চুরি করার অপরাধে মোকছেদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে খুঁটিতে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়েছে। রোববার সকালে আদিতমারী উপজেলার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মোকছেদুল ইসলাম উপজেলার বুড়িরবাজারের নৈশ্যপ্রহরী অহেদুল ইসলামের জামাতা ও একই জেলার পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকছেদুল ইসলামকে রোববার ভোর রাতে বুড়িরবাজার এলাকায় মোশারফ হোসেনের দোকান চুরি করার অভিযোগে আটক করেন স্থানীয় নৈশ প্রহরীরা। সকালে কতিপয় লোকজন আটক মোকছেদুলকে খুঁটিতে বেঁধে রাখে।

চোর আটকের খবর শুনে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ছুটে এসে মোকছেদুলকে মারপিট করেন। পরে চুরির অভিযোগে অভিযুক্ত মোকছেদুলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী আফসার আলী রশি দিয়ে বাঁধা মোকছেদুলকে মারপিট করছেন এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে গোটা জেলায় বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুড়িরবাজার বণিক সমিতির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, চুরির চেষ্টার সময় স্থানীয়রা হাতে নাতে আটক করলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

বুড়িরবাজারের নৈশ্যপ্রহরী অহেদুল ইসলাম জানান, চোর মোকছেদুলের সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্ক নেই। চোর জামাই তার বাড়িতে বেড়াতে আসেনি বলে দাবি করেন তিনি।

বুড়িরবাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম বলেন, আমি বর্তমানে বাহিরে অবস্থান করছি। এ বিষয়ে কিছু জানি না।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, এমন কোনো খবর আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাব।

রবিউল হাসান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।