কুমিল্লায় ৫ দফা বাস্তবায়নের দাবি গ্রাম পুলিশের


প্রকাশিত: ১১:০৭ এএম, ১৪ মে ২০১৭

ঝুঁকি ভাতা, রেশনিং ব্যবস্থা চালু, ৪র্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় জাতীয় বেতন স্কেল প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।

রোববার দুপুরে জেলার ১৬ উপজেলা থেকে আগত ২ শতাধিক গ্রাম পুলিশ সদস্য কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে।

পরে ৫ দফা দাবি আদায়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক সত্য নারায়ন দাস।

এ সময় বক্তারা বলেন, গ্রাম পুলিশ সদস্যরা দিন-রাত ৭০ ধরনের কাজে নিয়োজিত থাকে, কিন্তু দফাদারদের বেতন ৩ হাজার ৪০০ এবং মহল্লাদারের বেতন ৩ হাজার টাকা। তাই জাতীয় বেতন স্কেলে তাদের বেতন দেয়ার দাবি জানানো হয়।

অপর দাবিগুলো হচ্ছে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ সেন্টার চালু ও গ্রাম পুলিশ সদস্যদের সন্তানদের চাকরিতে ১০ শতাংশ কোটা চালু। অবিলম্বে তাদের দাবি আদায় না হলে পরর্তীতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন কর্মসূচিতে জানানো হয়।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।