চিড়িয়াখানার অজগরটির দেখা মিলল ড্রেনে


প্রকাশিত: ০৫:০৭ এএম, ০৬ মে ২০১৫
ফাইল ছবি

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার খাঁচা থেকে ২৪ এপ্রিল নিখোঁজ হয়ে যাওয়া অজগর সাপটিকে নগরীর একটি ড্রেনে দেখা গেছে। এ নিয়ে নগরবাসীর মনে আতঙ্কও দেখা দিয়েছে। নগরীর কোর্ট এলাকায় সোমবার বিকেলে ড্রেনে অজগর সাপটিকে ঘোরাফেরা করতে দেখেছেন এলাকাবাসী। তবে যথাযথ কর্তৃপক্ষকে সংবাদ দেওয়ার আগেই সাপটি পালিয়ে যায়।

রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু জানান, সোমবার তার ওয়ার্ডের ফুড অফিসের পেছনে কয়েকজন স্থানীয় বাসিন্দা অজগর সাপটিকে একটি ড্রেনে ঘোরাফেরা করতে দেখে তাকে সংবাদ দেন। সংবাদ শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই সাপটি পালিয়ে যায়। পরে যেখানে সাপটিকে দেখা দিয়েছিলো সেখান থেকে ৫০০ মিটার সার্কেল করে সাপটিকে খোঁজা হয়। কিন্তু পাওয়া যায় নি।

এর আগে গত ২৪ এপ্রিল শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার খাঁচা থেকে সাপটি পালিয়ে যায়। এরপর থেকে সাপটিকে আর খুঁজে পাওয়া যায় নি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের মধ্যে এ নিয়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। এছাড়া অজগর সাপ খাঁচার বাইরে চলে যাওয়ার খবরে আতঙ্কিত চিড়িয়াখানার দর্শনার্থীরা।

এ ঘটনায় চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহবুবুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন ও সুপারভাইজার আবদুল খালেক স্বপন।

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সুপারভাইজার আবদুল খালেক স্বপন জানান, প্রায় দেড়মাস আগে নওগাঁর ধামইরহাটের আলতাদীঘি বনে ধরা পড়ে এ অজগরটি। পরে বনবিভাগ তাদের কাছে হস্তান্তর করে। এর আগেও তিনবার অজগরটি খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল। পরে খোঁজাখুঁজি করে চিড়িয়াখানার মধ্যেই পাওয়া যায়।

শাহরিয়ার অনতু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।