ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুল শিক্ষককে পিটুনি


প্রকাশিত: ০২:২১ পিএম, ০৫ মে ২০১৫

যশোরের শার্শা উপজেলার একটি বেসরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে পিটুনি দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। সোমবার দুপুরে উপজেলার উত্তর শার্শার নিজামপুর ইউনিয়ন এলাকার একটি বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম শিমুল। সে একই উপজেলার শালকোনা গ্রামের মন্টু মালের ছেলে।

বালিকা বিদ্যালয় ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পড়ানোর অজুহাতে শিমুল মাঝে মধ্যে ওই স্কুলছাত্রীর বাড়িতে যেতেন। রোববার সন্ধ্যায় গিয়ে পড়াশুনার এক ফাঁকে স্কুলছাত্রীকে শারিরীকভাবে নির্যাতনের চেষ্টা করেন তিনি। এসময় ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে শিক্ষক শিমুল পালিয়ে যান। সোমবার শিমুল স্কুলে এলে ওই ছাত্রীর স্বজনরা ও স্থানীয় লোকজন এসে তাকে বেদম মারপিট করে স্কুল থেকে তাড়িয়ে দেন।

ঘটনার সত্যতা জানতে বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও গোকর্ণ দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল খায়েরকে ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, নামাজের পর আপনার সঙ্গে কথা বলবো। এরপর তিনি ফোন বন্ধ করে রাখেন।

এ ব্যাপারে স্থানীয় নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম রেজা বাপ্পি জানান, তিনি শার্শার বাইরে অবস্থান করছেন। এ কারণে বিষয়টি পুরোপুরি জানতে পারেননি। তবে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে ফোন করেছিলেন এবং বিভিন্ন মাধ্যমে বিষয়টি তিনি শুনেছেন। এলাকায় ফিরে শিক্ষক ও ছাত্রীর অভিভাবকদের সঙ্গে বসবেন। সেখানে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শারিরীক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

মো. জামাল হোসেন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।