তিস্তায় গোসলে নেমে শিশু নিখোঁজ


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১১ মে ২০১৭

লালমনিরহাটের আদিতমারীতে তিস্তা নদীতে গোসল করতে নেমে আব্দুল আহাদ (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদিতমারী উপজেলার গোবর্দ্ধন স্প্যার বাঁধে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু আব্দুল আহাদ ওই উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া মিঠুবাবুটারী এলাকার আমিনুর রহমানের ছেলে এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজানের খালাত ভাই।

স্থানীয়রা জানায়, বাবা মায়ের সঙ্গে গোবর্দ্ধন এক নং স্প্যার বাঁধের ব্রিজের ওপর ধান শুকাতে আসে আহাদ। এ সময় আহাদ স্থানীয় আরও কয়েকজন শিশুসহ ব্রিজের নিচে তিস্তায় গোসল করতে নামে।

গোসল করার একপর্যায়ে হঠাৎ সে গভীর পানিতে ডুবে যায়। পরে তার সঙ্গে গোসল করা অপর সঙ্গীদের চিৎকারে স্থানীয়রা দুই ঘণ্টা খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়েছে।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, এমন কোনো ঘটনা তার জানা নেই। খবর নিয়ে জানাবেন বলে জানান তিনি।

রবিউল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।