ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ১০:০৭ এএম, ১০ মে ২০১৭

ধর্ষণের অভিযোগ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কোটচাঁদপুর রেল স্টেশন পাড়ার ফজলুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন, শ্রীকান্তের ছেলে কৃষ্ণ কুমার এবং একই পাড়ার ভিক্ষুক হারেজ আলীর ছেলে রাজু আহম্মেদ।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার রাতে এ বিষয়ে থানায় মামলা হওয়ার পর বুধবার সকালে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৫ মে কালীগঞ্জ উপজেলার দুই মেয়ে কোটচাঁদপুরে বেড়াতে আসে। রাতে তারা ট্রেনের জন্য প্লাটফর্মে অপেক্ষা করছিল। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনের নেতৃত্বে তিনজন তাদের উঠিয়ে নিয়ে প্রথমে বিহারীপাড়ার বেবি নামে এক নারীর বাড়িতে নিয়ে যায়। সেখানে জায়গা না পেয়ে ওই দুইজন মেয়েকে কলেজের পেছনের কলোনীতে নিয়ে সারা রাত ধরে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্তরা।

এ ঘটনায় গ্রেফতারদের মধ্যে কৃষ্ণ ও রাজু কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম জিরের বডিগার্ড বলে জানিয়েছে পুলিশ।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।