নেত্রকোনায় ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ০৫ মে ২০১৫

নেত্রকোনার কলমাকান্দায় ধান কাটা নিয়ে সংঘর্ষে জানু মিয়া (৫৫) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে  এ ঘটনা ঘটে। নিহত জানু মিয়া পাঁচকাটা গ্রামের মৃত সাবর আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার পাঁচকাটা গ্রামে জানু মিয়া ও আমীর হোসেনের মধ্যে সকাল সাড়ে সাতটার দিকে ধান কাটা নিয়ে সংর্ঘষ হয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমীর হোসেন লোকজন নিয়ে প্রতিপক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই জানু মিয়া (৫৫) নিহত হন। এসময় আনছার আলী, রহম আলী, মুনছুর আলী, ফারুক মিয়া, খুদেজা খাতুন, শরাফত আলী, হেলাল ও বশীর আহমদ আহত হয়। আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত আনছার আলী ও রহম আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমদ জানান, নিহত জানু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

কামাল হোসাইন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।