ঝিনাইদহে নিহত ২ জঙ্গির পরিচয় মিলেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১১:০৩ এএম, ০৮ মে ২০১৭
নিহত জঙ্গি আব্দুল্লাহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামে জঙ্গি আস্তানায় রোববারের অভিযানে নিহত দুই জঙ্গির পরিচয় মিলেছে।

এরা হলেন-  আব্দুল্লাহ ও তুহিন। তাদের দুইজনেরই বাড়ি ঝিনাইদহে।

সোমবার দুপুরে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি শামীমকে গত ৫ এপ্রিল গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের হঠাৎপাড়ায় জঙ্গি আস্তানার সন্ধান পান। শনিবার রাত থেকে ওই বাড়ির চারপাশে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর লোকজন এলাকাটি ঘিরে রাখে। পরে ১৪৪ ধারা জারি করে বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একজন আত্মঘাতী বিস্ফোরণে ও অপরজন পুলিশের সঙ্গে গোলাগুলিতে মারা যান।

তারা হলেন- আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিয়া পাড়ার জঙ্গি আস্তানার মালিক চৈতন্য বাউতির ছেলে নব্য মুসলিম আব্দুল্লাহ ও একই উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামের আত্তাব উদ্দিনের ছেলে তুহিন।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।