ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা


প্রকাশিত: ১০:০৭ এএম, ০৪ মে ২০১৫

ঈশ্বরদীতে এইচএসসি’র এক পরীক্ষার্থীকে রাস্তায় প্রকাশ্যে মারপিট ও অপহরণের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। সোমবার সকালে শহরের কলেজ রোডের একটি কাঠ মিলের সামনে এ ঘটনা ঘটে। এসময় ওই ছাত্রীকে চলন্ত সিএনজি থেকে নামিয়ে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। আহত হলেও প্রাথমিক চিকিৎসার পর সে পরীক্ষায় অংশ নেয়।  

পুলিশ জানায়, শিক্ষক মনোয়ারা রহমানের মেয়ে তাবাসসুম সোমবার সকালে ঈশ্বরদী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তার মায়ের সঙ্গে একটি সিএনজিতে আসছিল। পথিমধ্যে ৩/৪ জন যুবক সিএনজির গতিরোধ করে পরীক্ষার্থীকে টেনে-হেঁচড়ে রাস্তায় নামিয়ে মারপিট করে। হামলাকারীরা এ সময় মেয়েটিকে অপহরণের চেষ্টা করলে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ধারালো চাকু দিয়ে মেয়েটিকে আঘাত করে পালিয়ে যায়। এতে তার ডানহাত কেটে যায়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর পেয়ে দুপুরে পরীক্ষার্থীর বাড়িতে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।