ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান : নিহত ২


প্রকাশিত: ০২:১৫ এএম, ০৭ মে ২০১৭

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট। ওই বাড়ির আশপাশে ২০০ গজ এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

অভিযানকালে আত্মঘাতী বোমা হামলায় ২ জঙ্গি নিহত হয়েছেন। আহত হয়েছেন কাউন্টার টেরোরিজমের এডিসি নাজমুল ইসলাম, পুলিশের এসআই মহসিন ও মুজিবুর রহমান।

এ ঘটনায় জঙ্গি আস্তানা মালিক জহুরুল ইসলাম, আলম ও জসিম নামের ৩ জনকে আটক করা হয়েছে। আহতদেরকে প্রথমে কোটচাদপুর হাসপাতালে ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন, জেলার মহেশপুরের বজ্রাপুর গ্রামে জহুরুল ইসলাম নামের এক জনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে বাড়িটি ঘিরে রাখা হয়। আজ রোববার সকাল থেকে অভিযান শুরু হয়।

আহমেদ নাসিম আনসারি/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।