আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের বিউটি পার্লার


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৬ মে ২০১৭

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও উওর ফাউন্ডেশনের চেয়ারম্যার হাবিবুর রহমান বলেছেন, সাভারে বেদে সম্প্রদায়ের পর হিজড়া সম্প্রদায়কে নিয়ে কাজ শুরু হয়েছে। তারা যাতে স্বাভাবিক মানুষের মতো কর্মস্থানে যোগ দিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন সেজন্যই কাজ করা হচ্ছে।

আশুলিয়া ডেন্ডাবর এলাকায় উত্তরণ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হিজড়াদের পরিচালনায় বিউটি পার্লার উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এক সময়কার সাভারে বেদে পল্লী ছিল মাদকের বাজার। আজ সেখাকার লোকজন নানা কাজে অংশ নিয়ে সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে শুরু করেছেন। একইভাবে সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ের হিজড়া সম্প্রদায়কে অসামাজিক কাজ থেকে সম্মানজনক পেশায় ফিরিয়ে আনা হবে। 

এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ পুলিশের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আল- মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।