শ্রমিকদের কল্যাণে এক কোটি টাকা অনুদান ঘোষণা
দেশের অন্যতম পাইকারি মোকাম নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে লোড-আনলোড শ্রমিকদের কল্যাণে এক কোটি টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের বাপ্পি স্মরণী এলাকায় নিতাইগঞ্জ লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এসব কথা বলেন।
এসময় সেলিম ওসমান বলেন, যারা গার্মেন্ট শ্রমিক তারা অনেকটাই নিরাপদ কর্ম পরিবেশে কাজ করে থাকেন। কিন্তু নিতাইগঞ্জ এলাকার শ্রমিকরা সম্পূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন। তাদের নিরাপত্তা ব্যবস্থায় গ্রুপ ইনস্যুরেন্স করতে হবে। প্রয়োজনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সহযোগিতা নেব। পাশাপাশি শ্রমিকদের বিনোদন, খেলাধুলার ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন থেকে যত রাস্তাই করা হোক না কেন দেখা যায় সেখানেই রাস্তায় ট্রাক রেখে স্ট্যান্ড করা হয় আবার এলাকার লোকজন দোকানপাট তৈরি করে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করে ফেলে। এসব ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরদের কিছুই করার থাকে না। অনেক সাহেবরা আছেন যারা আবার রিকশায় বসে ঠেলাগাড়ি ওয়ালাদের গালাগালি করেন। কিন্তু এলাকার রাস্তাঘাট পরিস্কার রাখা তাদেরও দায়িত্ব। সবার উচিত স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতা করা।
সকলের প্রতি আহ্বান জানিয়ে সেলিম ওসমান বলেন, গর্বে আমার বুকটা ভরে যায় যখন বিভিন্ন রাজনৈতিক দলে সম্পৃক্ত থেকে মানুষ বলেন আমরা ওসমান পরিবারের লোক। কিন্তু ওসমান পরিবারের লোকরাই নারায়ণগঞ্জে বেশি মার খেয়েছেন। অনেক রাজনীতি হয়েছে অনেক, আন্দোলন হয়েছে। এখন আন্দোলনটা হতে হবে উন্নয়নের আন্দোলন। উন্নয়ন করতে সর্বক্ষেত্রে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষার জন্য এলাকায় স্কুল নির্মাণ করতে হবে। আর শ্রমিকদের যেকোন সমস্যার ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করতে সব সময় আমার দরজা খোলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবি সাধারণ সম্পাদক কবির হোসেন, আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি