দৌলতদিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার নিষিদ্ধ যৌনপল্লী থেকে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিন খানকে (২৫) অাটক করেছে র্যাব-৮ এর একটি অভিযানিক দল।
শনিবার বিকেলে ফরিদপুর র্যা-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। অাটক রবিন দৌলতদিয়া ৫নং ওয়ার্ডের সামছু মাস্টার পাড়ার মৃত অালাল খানের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ এর ২ নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, মাদক বিক্রির জন্য পল্লীর অাবুল হোসেনের কেরাম খেলার ঘরে মাদক ব্যবসায়ী অপেক্ষা করছে।
এমন সংবাদে তার নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল ওখানে অভিযান চালায়। এ সময় ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিকে অাটক করা হয়। উদ্ধার ইয়াবাসহ অাটক মাদক ব্যবসায়ীকে গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
রুবেলুর রহমান/এএম/জেআইএম