হাওরে ডুবন্ত ধান কাটতে গিয়ে কৃষক নিখোঁজ


প্রকাশিত: ০৬:১২ এএম, ২৯ এপ্রিল ২০১৭

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রোয়াইল হাওরে পানিতে ডুবে যাওয়া ধান সংগ্রহ করতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ভিক্ষু মিয়া নামের এক কৃষক নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরের ফসল ডুবে যাওয়ার পর থেকে স্ত্রী সন্তানদের খাবার দিতে পারছিল না ভিক্ষু মিয়া। পাচ্ছিল না কোনো সরকারি ত্রাণ।

গতকাল শুক্রবার বিকেলে ভিক্ষু মিয়া তার ছোট ভাই বিকছান মিয়াকে নিয়ে নৌকা দিয়ে হাওরের ডুবে যাওয়া ধান সংগ্রহ করতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এসময় তার ছোট ভাই নৌকা ধরে জীবন বাঁচালেও হাওরে নিখোঁজ হয় ভিক্ষু মিয়া।

নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান জাগো নিউজকে জানান, নিখোঁজ ভিক্ষুকে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হয়েছে।

কামাল হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।