টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৭

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সোনালীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, সোনালীয়া গ্রামের মৃত ঝুমুর আলীর ছেলে হযরত আলী (৭০) ও একই গ্রামের মৃত আনছের আলীর ছেলে আলতু মিয়া (৫০)।

জানা যায়, উপজেলার ছয়শ গ্রামের ওপর দিয়ে পিডিবির বিদ্যুৎ লাইন ও স্যাটেলাইটের ক্যাবলও ছিল। শুক্রবার বিকেলে ছয়শ মৌজার এক জমিতে ঢেঁঢ়স তুলতে যায় হযরত আলী।

এসময় জমির ওপর পরে থাকা স্যাটেলাইট তারের সঙ্গে বিদ্যুৎলাইনের সংযোগ থাকায় হযরত আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় পাশে থাকা আলতু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হওয়া হযরত আলীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

হযরত আলীর স্ত্রী শহর ভানু ও আলতু মিয়ার স্ত্রী হেলেনা বেগম উভয়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।