বগুড়ার সারিয়াকান্দিতে বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত


প্রকাশিত: ০৫:২৮ এএম, ২৯ আগস্ট ২০১৪

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি হু হু করে বাড়ছে। পানির চাপে বৃহস্পতিবার মধ্যরাতে চন্দনবাইশা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫০ মিটার ভেঙে নতুন এলাকায় পানি প্রবেশ করে। রাতের আঁধারে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে ছোটে ভুক্তভোগীলা। গত ১২ ঘণ্টায় যমুনার পানি ৫ সেন্টিমিটার বেড়ে শুক্রবার সকালে ৯৭ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সারিয়কান্দি উপজেলার চন্দনবাইশা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রৌহাদহ বাজার শনিবার এক দফা ভেঙে যাওয়ার পর থেকে হুমকির মুখে ছিল। এর পর বৃহস্পতিবার রাতে ভেঙে নতুন নতুন লোকালয়ে বন্যার পানি প্রবেশ করছে। গভীর রাতে যমুনার পানি রৌহাদহ, চন্দনবাইশা, কালামপুর ইউনিয়নের অনেক গ্রামের লোকালয়ে প্রবেশ করে। তখন ওই সব এলাকার কয়েকজন সচেতন মানুষ মসজিদগুলোতে মাইকিং করে অন্যদের জাগিয়ে জান-মাল কিছুটা নিরাপদ আশ্রয়ে নিয়েছে। অনেকের গবাদি পশুসহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে এত প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে যে অপরদিক থেকে কোনো নৌকা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

উপজেলার কালামপুর ইউনিয়নের সদস্য শফিকুল ইসলাম জানান, মূলবাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার সব গ্রামের লোকালয়ে রাতেই পানি প্রবেশ করেছে। যে প্রবল বেগে ভাঙা বাঁধ দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে তাতে শুক্রবার দুপুরের মধ্যে পুরো উপজেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।