রাজশাহীতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ, বাস ভাঙচুর


প্রকাশিত: ১০:১১ এএম, ২৬ এপ্রিল ২০১৭

উচ্চ শিক্ষার সুযোগসহ চারদফা দাবিতে রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার সকালে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ চলাকালে রাজশাহী কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস ভাঙচুর করেন আন্দোলনকারীরা। এতে বাসের দুই আরোহী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। শিক্ষার্থীদের নিয়ে বাসটি পুঠিয়ার বানেশ্বর থেকে রাজশাহী কলেজে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় অবস্থান নেন ম্যাটস শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী কলেজের বাসটি ওই এলাকা অতিক্রম করছিল। কোনো কারণ ছাড়াই আন্দোলনকারীরা বাসটিতে হামলা চালায়।

Rajshahi

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক কৌশিক জামাল জুয়েল দাবি করেন, উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা বাসটিতে হামলা চালিয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, শিক্ষার্থীবাহী বাসটির কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে। ওই সময় পুলিশ পাশেই দায়িত্বপালন করছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়।

এ ঘটনার পর আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। পরে মিছিল নিয়ে নগরীর রেলগেট এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করে ম্যাটস শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি রমজানুল মোবারক সাইমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ প্রমুখ।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।