মোবাইলে গান শুনছিলেন আনসার সদস্য : ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৯ এপ্রিল ২০১৫

গাইবান্ধার কুপতলায় কর্তব্যরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে এক আনসার সদস্য মারা গেছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্যের নাম ডিপটি মিয়া (৪৫)। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ গ্রামে।

গাইবান্ধা সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শহিদুল হক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার সদস্য ডিপটি মিয়া মোবাইলে গান শুনতে শুনতে রেল লাইনে তদারকি করছিলেন। এসময় লালমনিরহাট থেকে শান্তাহারগামী একটি ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি একটি গাছের সাথে ধাক্কা লেগে আবারো ট্রেনের নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।