কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৮ এপ্রিল ২০১৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মোমবাতি তৈরি ও ক্ষুদ্র ব্যবসার উপর ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ওয়াবদার হাটের গাছ তলায় এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।

এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক বদিউল আলম, কর্মসূচী কর্মকর্তা মিঠু মধু , ইউনিয়ন পরিষদ সদস্য মো. হান্নান মিয়া, প্রশিক্ষক প্রতিবন্ধী পারভীন আক্তার, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০জন প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী শেফালী হালদার বলেন, আমরা আর সমাজ বা পরিবারের বোঝা হয়ে থাকতে চাই না। এখান থেকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে চাই।
 
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বলেন, কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের জন্য কোন প্রশিক্ষণ কেন্দ্র নেই। তাই আমরা মাঝে মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গাছতলায় বসে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকি। সরকারিভাবে আমি সহযোগিতা পেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় প্রতিবন্ধীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবো।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।