কত বয়স হলে ভাতা পাবেন বৃদ্ধা আশরাফুন


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ২৮ এপ্রিল ২০১৫

৮০ বছরের বৃদ্ধা আশরাফুন নেছা। স্বামী মুক্তিযুদ্ধের সময় মারা গেছেন। সেই থেকে পরের বাড়িতে কাজ করে খান। কিন্তু বয়সের ভারে এখন আর কাজও করতে পারেন না। এ অবস্থায় তার কপালেও জোটেনি কোনো বয়স্ক ভাতা।

বৃদ্ধা আশরাফুন নেছা বলেন, পরের বাড়িতে কাজ করে খাই কিন্তু এখন আর কাজ করার মত শক্তি নেই। তাই পৌরসভায় বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন। এ পর্যন্ত পৌরসভার কোন কাউন্সিলর বা মেয়রও তার খোঁজ নেননি। এমনকি বৃদ্ধার ছেলে মেয়ে থাকলেও তারাও কেউ তার খোঁজ-খবর নেয় না।

দুঃখের সাথে তিনি আরও বলেন, তার কোন সন্তান নেই। ১৯৭১ সালে যুদ্ধে তার স্বামী মারা গেছে। সেই থেকে অনেক কষ্ট করে জীবন যুদ্ধে সংগ্রাম করে আসছেন। থাকার কোন ঘরবাড়ি নেই। পরের বাড়িতে বাস করেন। কোনো কোনো দিন তাকে অভুক্ত থাকতে হয়। কথাগুলি বলতে বলতে বৃদ্ধার দু`চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।