ব্রি উদ্ভাবিত নতুন প্রযুক্তি ‘রাইস ক্রপ ম্যানেজার’
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) যৌথভাবে নতুন প্রযুক্তি ‘রাইস ক্রপ ম্যানেজার’ অ্যাপ্লিকেশনটি উদ্ভাবন করেছে।
এটি ইতিপূর্বে প্রচলিত ‘নিউট্রিয়েন্ট ম্যানেজার ফর রাইস’ বা এনএমআর এর উন্নত সংস্করণ। যার মাধ্যমে এখন দেশের কৃষকরা ‘রাইস ক্রপ ম্যানেজার’ (আরসিএম) নামক কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে প্রযুক্তি নির্দেশিকা ব্যবহার করে বাড়তি ধান উৎপাদন করতে পারবেন।
যে কোনো স্মার্টফোন অথবা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে আরসিএম ব্যবহার করা যাবে। ধান চাষে জমির উর্বরতার মাত্রা অনুযায়ী কখন, কতটুকু সার প্রয়োগ করতে হবে, প্রত্যাশিত ফলনের জন্য চারার বয়স কত হতে হবে, বীজ বপন ও চারা রোপণের কৌশল ও পদ্ধতি কি হবে, আগাছা ও পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য কখন, কি করতে হবে এসব জরুরি পরিচর্যার বিষয়ে এর মাধ্যমে কৃষকরা প্রয়োজনীয় সকল তথ্য ও পরামর্শ পাবেন।
এ প্রযুক্তির কার্যকারিতার নানা দিক নিয়ে ব্রি এবং ইরি তিন বছর যাবৎ যৌথ উদ্যোগে গবেষণা করে আসছে। নতুন এই প্রযুক্তি সেবা গ্রামীণ উন্নয়ন কর্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষকরা বিনামূল্যে পাবেন। আরসিএম ব্যবহারে বাড়তি ফলন ও মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে হেক্টর প্রতি সাতশ থেকে ১ হাজার কেজি ধান যা টাকার অংকে ৮ থেকে ১০ হাজার টাকা।
এ কর্মসূচির বিষয়ে ব্রি’র মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস বলেন, এটি ধান চাষিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের ক্ষেত্রে খুবই কার্যকর হবে। কেননা, এর মাধ্যমে সার প্রয়োগ ছাড়াও ফসল ব্যবস্থাপনার অন্যান্য নির্দেশনা তাৎক্ষণিকভাবে কৃষক পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটি বেশ সহায়ক ও ফলপ্রসূ ভূমিকা রাখবে। ইতিপূর্বে অবমুক্ত এনএমআর এর উন্নত একটি উন্নত সংস্করণ হচ্ছে আরসিএম। এটা বেশ বড় কাজ, তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য এটা করা খুব জরুরি ছিল।
ড. বিশ্বাস আরো জানান, ব্রি থেকে প্রকাশিত ‘আধুনিক ধানের চাষ’ বইটিতে উচ্চ ফলনশীল ধানের জাত পরিচিতিসহ উন্নত চাষাবাদ পদ্ধতির যে বিবরণ ও পরামর্শ দেয়া হয়েছে তাই ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে দ্রুত কৃষক পর্যায়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আরসিএম প্রযুক্তিটি উদ্ভাবন করা হয়েছে।
লেখক : সিনিয়র কমিউনিকেশনস অফিসার,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট,গাজীপুর। ই-মেইল : [email protected]
এমএএস/আরআইপি