এবার সুনামগঞ্জের হাওর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৭ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

সুনামগঞ্জের পশ্চিমাঞ্চলের তলিয়ে যাওয়া হাওর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার দুপুর ১২টায় কিশোরগঞ্জের মিঠামইন এলাকা থেকে লোফ্লাইং ফ্লাইটে তিনি তলিয়ে যাওয়া হাওর পরিদর্শন করে নেত্রকোনা যান।

সেখান থেকে বেলা আড়াইটায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স হেলিপ্যাডে অবস্থান করেন তিনি। এরপর পুলিশ লাইন্স থেকে সুনামগঞ্জ সার্কিট হাউসে যান। বিকেল ৫টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

সন্ধ্যায় সুনামগঞ্জ শিল্পকলা মিলনায়তনে সুুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। রাতে সার্কিট হাউসে সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি।

রাতে সার্কিট হাউসে অবস্থান করে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

এর আগে রোববার সুনামগঞ্জের লাখাই, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, বাজিতপুর ও করিমগঞ্জের বিভিন্ন হাওরের পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ডুবে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।