স্কুলের টিফিন খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ (ভিডিও)


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৭ আগস্ট ২০১৪

নাটোরে টিফিন খেয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার সকালে এ ঘটনার পর থেকে স্কুলের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক প্রশাসনিক ভবনে তালা দিয়ে পালিয়ে গেছেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আলী আকমল বাপ্পী জানান, সকালের শিফটে শিক্ষার্থীদের নাস্তা হিসেবে কেক দেওয়া হয়। সেই কেক খেয়ে শিক্ষার্থীদের গলা শুকিয়ে গিয়ে বমি বমি ভাব হয় এবং মুখমণ্ডল নীল হয়ে যায়। এ অবস্থায় সব শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। পরে অভিভাবকরা অসুস্থ শিক্ষার্থীদের সদর হাসপাতালে নিয়ে যান। তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার পরই প্রধান শিক্ষকসহ সব শিক্ষক প্রশাসনিক ভবনে তালা দিয়ে পালিয়ে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।