সিরাজগঞ্জে নির্মাণাধীন কালভার্ট ভেঙে ২ জন আহত


প্রকাশিত: ১১:৪০ এএম, ২৭ এপ্রিল ২০১৫

সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতী গ্রামে নির্মাণাধীন একটি কালভার্ট ভেঙে ২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুরেেএ ঘটনা ঘটেছে।

আহত খোকশাবাড়ি গ্রামের নির্মাণ শ্রমিক খাদেম আলী ও আমির হোসেনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, সড়ক ও জনপথ বিভাগের রামাগাঁতী ঘোনাপাড়া এলাকায় ২৮ লক্ষ টাকার একটি কালভার্ট ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় মুসা কনস্ট্রাকশন। কিন্তু, এই কনস্ট্রাকশন কোম্পানি কাজ না করে তা বিক্রি করে দেয় শহরের ধানবান্ধী মহল­ার মোনায়েম হোসেনের কাছে। মোনায়েম হোসেন ঠিকাদারী প্রতিষ্ঠান নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করে। নিন্মমানের সামগ্রী ব্যবহারের কারণে সোমবার দুপুরে আকস্মিকভাবে নির্মাণাধীন কালভার্টটি ভেঙে পড়ে। এ সময় ২ জন নির্মাণ শ্রমিক তার নিচে চাপা পড়লে গুরুতর আহত হয়। পরে সেখানে উপস্থিত অন্যরা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে ঠিকাদার কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।