টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ নেতা নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হ্নীলা ইউনিয়ন পরিষদ মেম্বার শফিক আহমদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রঙ্গিখালী ষ্টেশনে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। পরে টেকনাফ থেকে কক্সবাজারে নেয়ার পথে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে শফিক আহমদ রঙ্গিখালী ষ্টেশনে বসে খোশগল্প করছিলেন।এসময় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। সন্ত্রাসীরা শফিক আহমদের মুখে এবং গায়ে অন্তত ৩২ রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গুলিতে নিহত আওয়ামী লীগ নেতার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কে বা কারা এবং কি কারণে এই হামলা চালিয়েছে এ ব্যাপারে কিছুই জানা যায়নি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকারও এ ব্যাপারে সুনিদিষ্টভাবে কিছু জানাতে পারেননি। তবে তিনি জানান, ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এসএস/এএইচ/এমএস