গাজীপুরে আবাসিক হোটেল থেকে যৌনকর্মীসহ আটক ৪৯


প্রকাশিত: ১১:১৭ এএম, ১১ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

অসামাজিক কার্যকলাপ চলাকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২৪ জন নারী ও ২৫ জন পুরুষ।

মঙ্গলবার দুপুরে চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার ও কোনাবাড়ীর আটটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

জয়দেবপুরের ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাকির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজারের মেট্রোরাজ ও ময়নামতি এবং চান্দনা চৌরাস্তা এলাকায় রয়েল, রাজ ও প্যারেট আবাসিক হোটেল থেকে ১৭ জন নারী ও ১৮ জন পুরুষসহ ৩৫ জনকে আটক করা হয়।

অপরদিকে জয়দেবপুরের কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোবারক হোসেন জানান, সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় রেইনবো, ডিমল্যান্ড ও ইয়ার আবাসিক হোটেল থেকে যৌনকর্মীসহ ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সাতজন নারী ও সাতজন পুরুষ।

এর আগে সোমবার চান্দনা চৌরাস্তা এবং কোনাবাড়ী এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ জন জনকে আটক করা হয়।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।