এ মাসেই নতুন জোটের ঘোষণা : এরশাদ


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১০ এপ্রিল ২০১৭

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০-৪০টি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আশা করি এ মাসের মধ্যেই নতুন জোটের ঘোষণা দিতে পারব।

সোমবার নরসিংদী পৌর ঈদগাহ ময়দানে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, আমরা শক্তি সঞ্চয় করছি, জনগণ আমাদের সঙ্গে আছে। দেশ চালানোর মতো আমার যোগ্যতা আছে।

দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে এরশাদ বলেন, হয়তো এটিই আমার শেষ নির্বাচন। আমাকে আরেকবার সুযোগ দিন। ক্ষমতায় গেলে আমি একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব। এ সময় আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দেন হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ২৫-৩০ বছর ধরে আমার বিরুদ্ধে অসংখ্য মামলা ঝুলছে। আওয়ামী লীগ-বিএনপি যারাই যখন ক্ষমতায় এসেছে তারা তাদের দলীয় লোকজনের অসংখ্য মামলা প্রত্যাহার করেছে। কিন্তু আমার একটিও মামলা প্রত্যাহার করা হয়নি। আমার প্রতি কেউ সুবিচার করেনি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, আলমগীর শিকদার লোটন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন প্রমুখ।

সঞ্জিত সাহা/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।